প্রথমে শুভেচ্ছা জানাই আমাদের ভিসিটর টিউন ডটকমে ভিসিট করার জন্য,মূল কথায় আসি,দৈনন্দিন জিবনে আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তাদের Windows শব্দটি পরিচিত,তবে আনেক সময় এ Windows নিয়ে আমাদের বিপদে পড়তে হয় যেমন সিডি রোম নষ্ট হলে Windows দিতে বড় জামেলা,তবে অনেকে Bootable ইউএসবি ব্যাবহার করে Windows দেয়,এ জন্য অনেকেই অনেক ধরনের Tool ব্যাবহার করেন, YUMI + WinSetupFromUSB + SARDU ইত্যাদী,আমি উপরে যে Tool গুলোর কথা বললাম এর ভেতর যেমন WinSetupFromUSB এ Tool ছাড়া অন্য সব গুলো Multiboot Tool, আজকে আমরা আরেকটি নতুন Tool এর সাথে পরিচয় হব, এ Tool এর নাম Windows7-USB-DVD-tool এ সফ্টটয়ার টি তৈরী করেছেন Microsoft Store এতে বুঝা যায় সফ্টটয়ার টি আসলেই ভাল মানের সফ্টটয়ার Windows7-USB-DVD-tool দিয়ে কেবল মাত্র Windows7 পেনড্রাইভে Bootable করতে পারবেন কোন জামেলা ছাড়া, চলুন দেখি কিভাবে করা যায়। আপনার যদি xp2 অথবা xp3 তে Windows7-USB-DVD-tool টি ইনষ্টল করতে চান তাহলে Net Framework 2.0 এবং Image Mastering API 2.0 আগে ইনষ্টল করে নিতে হবে, না হলে xp2 অথবা xp3 তে Windows7-USB-DVD-tool টি ইনষ্টল হবেনা
প্রথম ধাপঃ টুলসটি ওপেন করুন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন
দ্বিতীয় ধাপঃ এখন Browse অপশন থেকে আপনার ISO ফাইলটিকে সিলেক্ট করুন এবং Next বাটন চাপুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।
তৃতীয় ধাপঃ USB device বাটন প্রেস করুন তাহলে নিচের মতো উইন্ডো আসবে নিচের মতো উইন্ডো আসবে।
চতূর্থ ধাপঃ আপনার USB ডিভাইস সিলেক্ট করে Begin Copying বাটনটি প্রেস করুন, Erase চাইতে পারে নিচে লক্ষ করুন
Erase হলে কপি হবে নিচের মত
ভালভাবে কপি শেষ হলে Successfully দেখাবে এখন আপনার পেনড্রাইভ টি বুটেবল হয়ে গেল,
টিউনের এ পর্যন্ত আমরা দেখলাম একটি ISO ফাইলকে কিভাবে USB / DVD তে বুটেবল করতে হয়। কিন্তু এই ISO ফাইলটিকে কিভাবে তৈরী করবেন সেটা এখনো আপনাদের জানানো হয়নি। তাহলে চলুন জেনে নিই কিভাবে ISO ফাইল তৈরী করতে হয়। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
0 comments:
Post a Comment